• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রধানমন্ত্রীকে দেখতে চাওয়া প্রতিবন্ধী রাকিব পেল সরকারি সহায়তা

৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৩৮:০৪

প্রধানমন্ত্রীকে দেখতে চাওয়া প্রতিবন্ধী রাকিব পেল সরকারি সহায়তা

বরিশাল প্রতিনিধি: প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে চাওয়া বরিশালের রাকিবকে সরকারি সহায়তা ‘প্রধামন্ত্রীর উপহার’ দেওয়া হয়েছে। শারীরিক প্রতিবন্ধী যুবক রাকিব হাওলাদারকে আর্থিক সহায়তা হিসেবে নতুন একটি ট্রাই-সাইকেল ও ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। 

৫ ফেব্রয়ারি সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল এ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। ওই দিন বিকেলে জেলা প্রশাসক শহিদুল ইসলাম তার (রাকিব) হাতে সরকারি এ সহায়তা তুলে দেন।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য গত ডিসেম্বর মাসে বরিশালের নির্বাচনী জনসভায় হুইল চেয়ারে করে গিয়েছিলেন রাকিব। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যার ধারাবাহিকতায় তাকে সহায়তা করা হলো।

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী রাকিবের হুইল চেয়ারটি জরাজীর্ণ  ছিল। সেটি নিয়েই তিনি প্রধানমন্ত্রীকে দেখার জন্য জনসভায় উপস্থিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য সুরক্ষামূলক কাজ করছেন। সেই ধারাবাহিকতায়  সরকারিভাবে রাকিবকে একটি ট্রাইসাইকেল দেওয়া হয়েছে।

এছাড়া, তার জীবিকা উপার্জনের সমস্যার বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও নগদ ১০ হাজার টাকা সহায়তা  করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০