• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

২৪ সালের নির্বাচন বেশি খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:০২:০৬

২৪ সালের নির্বাচন বেশি খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ২০১৮ সালের নির্বাচন যেমন কোন রকম গুনগত মান সম্পন্ন ছিলনা, ২০২৪ সালের নির্বাচন তার চাইতেও বেশি খারাপ হয়েছে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদি ছিলাম। আমি বিশ্বাস করেছিলাম একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এ নির্বাচন নির্বাচন খারাপ হয়েছে।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে (মিট দ্যা প্রেস) তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ১৮ সালের নির্বাচনে তবুও কিছু লোক ভোটকেন্দ্রে গিয়েছিল, ভোট দিয়েছিল। এবার সেই পরিমাণ লোকও ভোটকেন্দ্রে যায় নাই, ভোটও দেয়নাই ও ভোট দিতে পারে নাই। অধিকাংশ ক্ষেত্রে মানুষ উৎ’সাহ পায়নাই তাই ভোট দিতে যায় নাই। সাধারণ ভোটারদের ৫ শতাংশও ভোট দিতে যায়নি।

তিনি আরও বলেন, আমি নির্বাচনে হেরেছি। প্রক্রিতই যদি হেরে থাকি, তবে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানও হেরেছেন। বাংলাদেশে রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর অনুসারী কাদের সিদ্দিকীর আগে একজনও নেই। পরে আছে কিনা বলতে পারবো না। এই পরাজয় যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এটা মুক্তিযুদ্ধের পরাজয়, মুক্তিযোদ্ধাদের পরাজয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, সরকার ভোটের আগেও স্বস্তিতে ছিল না। আগামী দিনগুলোতেও খুব একটা স্বস্তিতে থাকতে পারবে না।

এ সময় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সালেক হোসেন হিটলু, কেন্দ্রিয় কমিটির সদস্য ফরিদ আহমেদ ও জেলা যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান সাদেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০