নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা এলাকা থেকে চাঁদাবাজির নগদ অর্থ ও সরঞ্জামসহ দুই চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
সোমবার আটক করে ৬ ফেব্রুয়ারি মঙ্গলকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি জানানো হয়।
আটকরা হলেন- উপজেলার পশুরামপুর গ্রামের মৃত হুজুর আলী মন্ডলের ছেলে মো. আব্দুর রাজ্জাক ও একই এলাকার দূর্গাপুর গ্রামের মো. তহিদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানান, গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে রাজনীতিবীদ ও প্রভাশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব-৫ আরও জানান,আটক রাজ্জাক দীর্ঘদিন ধরে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোবরচাঁপা এলাকায় কাঁচা সবজি ও পণ্যবাহী ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। আটক তহিদুল রাজ্জাকের সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানার গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে রাজ্জাক ও তহিদুল কে আটক করে।
আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available