• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে জাল স্ট্যাম্প বিক্রির অপরাধে রাসেলের ১০ বছর সাজা

৬ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯:৪০

রাঙামাটিতে জাল স্ট্যাম্প বিক্রির অপরাধে রাসেলের ১০ বছর সাজা

রাঙামাটি প্রতিনিধি: জাল স্ট্যাম্প বিক্রির অপরাধে দায়ের করা মামলায় রাঙামাটির আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত দফতর সম্পাদক রাসেল চৌধুরীকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন সিকদার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে এই মামলা পরিচালনাকারী অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকট কানু রাম শর্মা প্রতিবেদককে জানিয়েছেন, জাল স্ট্যাম্প বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় রাসেল ও বেলালকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গত ২০০৬ সালের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়েছিলো। দীর্ঘ সময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিরা অপরাধী প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেছেন।

অতিরিক্ত পিপি বলেন, রায়ে ১০ বছরের সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত। মঙ্গলবার রায় ঘোষণার সময় আসামি রাসেল চৌধুরী ও অপর আসামি বেলাল হোসেন সৈকত আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০০৬ সালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সিইপিজেড মোড়স্থ আবাসিক হোটেল অরিয়ন থেকে ৫৬ হাজার ৮০০ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ রাঙামাটির রাসেল চৌধুরী ও তার সহযোগী বরগুনা জেলার তালতলী থানাধীন সখিনা গ্রামের বাসিন্দা বেলাল হোসেন সৈকতকে আটক করেছিলো র‌্যাব। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর আড়াই মাস পর এই মামলার রায়ে আসামি রাসেল চৌধুরী ও তার সহযোগিদের বিরুদ্ধে আদালত এই মামলার রায় ঘোষণা করলো। এই মামলায় মোট ৪ আসামির মধ্যে শুরু থেকেই দুই আসামি পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় মূল আসামি রাসেল ও ২নং আসামি বেলাল হোসেন সৈকত আদালতে উপস্থিত ছিলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০