কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আলোচিত মিলন হত্যা মামলায় রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এসকে সজীব ও ইফতি খান নামে ২ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে, ৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া থানায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন নিহত মিলনের মা শেফালী খাতুন।
৪ ফেব্রুয়ারি রোববার বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে এ ঘটনায় গ্রেপতার হওয়া ৬ আসামির মধ্যে ৪ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
মামলার আসামিরা হলো, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সজীব শেখ (২৪), কুমারগাড়া এলাকার ফয়সাল আহমেদ (২৫), দেশওয়ালীপাড়ার কাজী লিংকন (৩২), সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি প্রামাণিক (২১), হাউজিং সি ব্লকের ইফতি খান ও ডি ব্লকের সজল ইসলাম (১৮)।
সদর আদালতের জিআরও এসআই ইস্কান্দার জানান, এরমধ্যে সজীব ও ইফতিকে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার সকালেই আদালতে আনা হয়। দুপুরে শুনানি শেষে আদালত তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজু মোহন সাহা বলেন, মিলন হত্যাকাণ্ডে লিংকন, জনি, সজল ও ফয়সাল হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গ্রেফতার অপর ২ আসামি সজিব ও ইফতির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, চাঁদার জন্য গত বুধবার সকালে হাউজিং এলাকার সজল মিলনকে মোবাইলে কল করে ডেকে ৯ টুকরা করে হত্যা করে তার বন্ধুরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available