• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এমপি তৌফিক

৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৪০:০০

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এমপি তৌফিক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের টানা চার বারের নির্বাচিত সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে গঠিত এ কমিটিগুলোর মধ্যে পাঁচটিতে সাবেক মন্ত্রীরা সভাপতির দায়িত্ব পেয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

দ্বাদশ জাতীয় সংসদের আরও ১০টি কমিটি গঠন করা হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক একাদশ জাতীয় সংসদেও অত্যন্ত সুনামের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের টানা চার বারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ১৯৬৯ সালের ২৭ অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক সফল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে।

হাওরের মানুষ আর প্রকৃতিকে ভালবেসে নিরন্তর ছুটে চলা রেজওয়ান আহাম্মদ তৌফিক নানা জনহিতকর কর্মকাণ্ডের মাধ্যমে সহজেই ঠাঁই করে নিয়েছেন হাওরের মানুষের মনের মণিকোঠায়। ফলে এবারের নির্বাচনেও তরুণ এই রাজনীতিবিদই হয়ে ওঠেন হাওরবাসীর আস্থার ঠিকানা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫