• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে অসুস্থ শকুনকে সুস্থ করে উড়িয়ে দেয়া হলো আকাশে

৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪৭:৫৩

নীলফামারীতে অসুস্থ শকুনকে সুস্থ করে উড়িয়ে দেয়া হলো আকাশে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: হিমালয় ও পাহাড়ি এলাকায় বসবাস করা শকুন বিভিন্ন সময়ে খাদ্যের সন্ধানে উড়ে আসে সমতল এলাকায়। এরা আবর্জনা ও মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখে। এমন কথা শোনা যায় লোকের মুখে মুখে। সেই শকুন বা চিল এখন প্রায় বিলুপ্তের পথে।

এদিকে বহুদূর পথ পাড়ি দিয়ে এরা যখন এক স্থান থেকে অন্যস্থানে আসে তখন এদের কোনো কোনোটা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা নাপেয়ে আবার কোনোটা হয়তো মারাও যায়।

তবে এরা যদি পাখিপ্রেমীর হাতে পড়ে তাহলে তারা ওই অসুস্থ পাখিকে সুস্থ করে আবার আকাশে ছেড়ে দেয়। তেমনি একটি শকুনকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায় নীলফামারীর বুড়িরডাংগা খালে।

৫ ফেব্রুয়ারি সোমবার ওই শকুনকে সুস্থ করে আকাশে উড়িয়ে দেয়া হয় সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর উপস্থিতিতে। এ সময় আরও উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।

এ সময় তিনি জানান, ৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা খাল থেকে অসুস্থ অবস্থায় বিরলপ্রজাতির একটি শকুনকে উদ্ধার করা হয়। পাখিটিকে দুইদিন চিকিৎসা সেবা ও পর্যাপ্ত খাদ্য খাওয়ানো হয়। পূর্ণ সুস্থ হওয়ায় ওই শকুনকে অবমুক্ত করা হয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫