বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় বখাটেদের হামলায় আমেনা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
৪ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে মোংলা পৌর শহরের কমলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মোংলা থানায় চারজনকে আসামি করে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার সংঘবদ্ধ একটি চক্র প্রায় প্রতিদিই কমলার মোড় এলাকায় আমেনা বেগমের বাড়ির পাশে আড্ডা দেয়। এ সময় আসরে আগত সকলেই মাদকাসক্ত এবং নেশা সেবন করে। নেশা সেবনকারী ও নারীকে উত্যক্তকারী বখাটেরা হল, মোংলা কবরস্থান রোডের রহমান বিহারীর ছেলে রাজু বিহারী (৩২), ময়লাপোতা এলাকার রাজু (৩৪), বটতলা এলাকার মোজামের ছেলে সোলাইমান (৩৮) ও কেওড়তলা এলাকার কামাল (৩৭)।
ঘটনার দিন রবিবার রাতে একই কাণ্ড করলে ওই নারী তাদেরকে বাড়ির পাশ থেকে সরে যেতে বললে ক্ষিপ্ত হয়ে বখাটে যুবকরা গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীর ঘরের দরজায় লাথি মেরে ভেঙে তাকে এলোপাতাড়ি মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ওই নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে বখাটেদের আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অন্তঃসত্ত্বা ওই নারী। তবে ঘটনার একদিন পার হলেও বখাটেদের এখন পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available