কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোস্তফা মোড় এলাকায় কালভার্টের মুখ বন্ধ করে একটি বসতবাড়ি নির্মাণের কাজ করছিলেন পার্শ্ববর্তী গ্রামের এক প্রভাবশালী। সেই কালভার্টে মাটিভরা মুখ খুলে দিলেন উপজেলা প্রশাসন। এতে জলাবদ্ধতার হাত থেকে বেঁচে গেল হাজার একর ফসলি জমি।
৫ ফেব্রুয়ারি সোমবার ‘কালাই উপজেলায় কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, হাজার একর জমির ফসল নষ্টের আশঙ্কা’ ছবিসহ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি কালাই উপজেলা প্রশাসনের নজরে আসলে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত নিজে উপস্থিত থেকে মাটিভর্তি কালভার্টের বন্ধ মুখ অপসারণ করেন। ঐ কালভার্টের কোল ঘেষে তোলা ইটের প্রাচীর ভেঙ্গে ফেলেন। এতে এলাকার স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্থানীয় কৃষকরা জানান, যদি কালভার্টের মুখ বন্ধ থাকতো তাহলে বর্ষা মৌসুমে ওইসব মাঠে জমে থাকা পানিতে ফসল তলিয়ে নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। কালভার্টের মুখ থেকে ভরাট মাটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করার ফলে আগত বর্ষা মৌসুমের কোটি টাকার ফসল নষ্টের হাত থেকে রক্ষা পেলেন তারা।
কালাই উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হায়াত বলেন, কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ রাখার বিষয়ে প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হলে স্থানীয় জনগণের সহযোগিতায় পানি নিষ্কাশনের জন্য কালভার্টের বন্ধ থাকা মুখ খুলে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available