• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১১:৪২

সৈয়দপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনতা। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন চলে শহরের তামান্না হল থেকে শুরু করে ওয়াপদা পর্যন্ত সড়কের ভিন্ন ভিন্ন স্থানে।

এতে ব্যানারসহ অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ।

এ সময় বক্তব্য বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল হক, বাম দলের নেতা দেলোয়ার হোসেন জাভিস্ক, সৈয়দপুর উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার, অটো শ্রমিক নেতা দিলীপ, মোকাররম, জাহাঙ্গীর আলম, রুহুল কবির, অটোচালক রাশেদ, সোহাগ, আনিছুল ইসলাম, আইউব আলিসহ অনেকে।

তারা বলেন, সৈয়দপুর একটি প্রথম শ্রেণির পৌরসভা। এ পৌরসভার আয় অনেক। মেয়র রাফিকা আকতার জাহান বেবী নির্বাচিত হওয়ার প্রায় তিন বছর হলো। কিন্তু গত তিন বছরে তিনি শহরের কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করেননি। দীর্ঘদিন ধরে তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে আছে। রাস্তাটির কোনো কোনো স্থানে ভেঙ্গে গিয়ে মনে হয় ডোবায় পরিণত হয়েছে। যানবাহন তো দূরের কথা মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারে না।

সম্প্রতি মেয়র রাফিকা আকতার জাহান বেবী ও তার পৌর পরিষদের কাউন্সিলররা রাস্তাটি লোক দেখানো সংস্কার কাজ করেন। এতে ব্যয় দেখানো হয়েছে ৪৭ লাখ টাকা। কিন্তু দুদিন যেতে না যেতেই রাস্তা ভেঙ্গে আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

তারা আরও বলেন, প্রতি অটোরিকশা থেকে বছরে পৌরসভাকে দিতে হয় দুই হাজার টাকা। এ শহরে প্রায় ৭ হাজার অটোরিকশা চলে। এই ৭ হাজার অটোরিকশা থেকে নেয়া দুই হাজার করে টাকা আসলে কোথায় যায়।

এ ব্যাপারে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, ওই রাস্তাটি সংস্কার করতে প্রায় কোটি টাকার প্রয়োজন। টাকার অভাবে রাস্তাটির কাজ করা সম্ভব হয়নি। তবে স্বল্প সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫