নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় আধুনিক কোরআনিক চিকিৎসা শাস্ত্র নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে জেলা শহর মাইজদীর দারুচিনি চাইনিজ রেঁস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে বিকে সার্ভিস ইন্ট্যারন্যাশনাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকে সার্ভিস ইন্টারন্যাশনালের পরিচালক ডাক্তার মাওলানা ইমাম উদ্দিন।
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর হাসান ইমরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজদী আল আমিন মাদরাসার প্রধান মুফতি ফয়েজ আহমদ সাহেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজদী জেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ও মাওলানা হোসাইন আহমদ।
সভায় বক্তারা বলেন, সমাজে আগেও কোরআনিক চিকিৎসার প্রচলন ছিল। চিকিৎসা শাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম। মানুষের তাকওয়া, ঈমান, আমল ঠিক থাকলে আধুনিক কোরআনিক চিকিৎসা মানুষের ব্যক্তি জীবনে শতভাগ কার্যকর ভূমিকা পালন করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available