• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৩৫:৪০

কাউনিয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুত ও লাইসেন্স না থাকার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ও গতকাল বুধবার বিকেলে উপজেলা সদর এবং হারাগাছ পৌরসভার পাইকার বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, হারাগাছ ও কাউনিয়া থানা পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফারুক হাসান জানান, উপজেলার বিভিন্ন বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চাল মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হারাগাছ পৌরসভার পাইকার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হারুন ট্রেডাসের মালিক হারুন মিয়া এবং নাজমুল স্টোরের মালিক নাজমুল হককে ৬ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বুধবার বিকেলে একই অপরাধে উপজেলা সদরের ধান ব্যবসায়ী গোলাম হোসেন এবং চাল ব্যবসায়ী নুরুল হককে ৬ হাজার টাকা করে জরিমানা করে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মইদুল হক জানান, বাজারে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে খাদ্য মজুদ করার দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫