• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিশু আরাফাত হত্যার দায়ে সৎপিতার মৃত্যুদণ্ড

৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:০৯:২৮

শিশু আরাফাত হত্যার দায়ে সৎপিতার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পূর্ব পরিকল্পিতভাবে আক্রোশের জের ধরে গলায় রশ্মি দিয়ে শ্বাসরোধ করে শিশু আরাফাত হোসেন বাপ্পীকে হত্যার দায়ে সৎপিতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অতিরিক্ত দায়রা ও জজ-৩ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দনাজোর গ্রামের মো. জলিল হকের ছেলে মো. সেলিম রুবেল (২৫)।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল সকাল ৯টার সময় আসামি মো. সেলিম রুবেল শিশু আরাফাতকে অপহরণ করে গলায় রশ্মি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তার দেখানো মতে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশু আরাফাতের মামা জালাল মিয়া বাদী হয়ে মো. সেলিম রুবেলকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ থানার এসআই শাহীনুর ইসলাম আসামির বিরুদ্ধে ২০২২ সালের ৩০ অক্টোবর চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫