পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছেন। এছাড়াও আরও এক ছাত্র গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নাজিরপুরের মাটিরাঙ্গা ইউনিয়নের ঢাকা-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিক্ষার্থী ‘বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের’ দশম শ্রেণির শিক্ষার্থী স্বাধীন, রহমত ও তানজিম । তারা প্রত্যেকেই একে অপরের বন্ধু বলে সহপাঠিরা জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা মোটরসাইকেল যোগে তারাবুনিয়া এলাকা থেকে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পিরোজপুর-ঢাকা সড়কে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে সিটকে যায় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হয় মো. স্বাধীন ও রহমত নামের ২ শিক্ষার্থী। আর গুরুতর আহত হন অপর এক শিক্ষার্থী তানজিম।
মাটিভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইনজামামুল হক অনেক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী জায়গায় নিহত হলেও তানজিম নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থায়ও গুরুতর।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম হাওলাদার জানান, সকাল সাড়ে নয়টার দিকে পিরোজপুর-ঢাকা সড়কের মোল্লা বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় দুই শিক্ষার্থী মারা যায় এবং আরও একজন গুরুতর আহত হয় আমরা এইটুকু তথ্য নিশ্চিত হয়েছি। বাকিটা তদন্ত করে বের করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available