নাটোর (সিংড়া) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৬৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো, মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে মো. আলম হোসেন (৪৫) ও মো. লুৎফর রহমানের ছেলে মিঠুন আলী (৩০)। তারা রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এ সময় আলম হোসেন ও মিঠুন আলীকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল, ৪টি সিম কার্ড ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে মিঠুনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি করে আরও ৫৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available