নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় ওয়াপদা মোড় থেকে তামান্না মোড় পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, সম্মিলিত বাম সংগঠন, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধনের আয়োজন করে। এসময় মানববন্ধনকারীরা অভিযোগ করেন বর্তমান পৌর এলাকার বেশিরভাগ রাস্তার বেহাল দশা। রাস্তাঘাট চলাচলে অনুপোযোগী। তাই এই রাস্তা গুলো দ্রুত সংস্কার করে পৌরবাসীকে ভোগান্তি থেকে রক্ষার জন্য পৌর মেয়রের পদত্যাগের জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ম আ শামীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, নীলফামারী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন, জাসদ (ইনু) সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আশিক জনি, বাংলাদেশ কৃষক সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল টুটুল, ওয়ার্কাস পার্টির সৈয়দপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক সিদ্দিকা বেগম, জাতীয় কৃষক সমিতির সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মজিবর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান পৌরসভার বাইরে থাকায়, তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available