মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর বরঝালা এলাকা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী জানায়, মাটিরাঙ্গা পৌরসভার বরঝালা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক দল ঘটনাস্থলের উদ্দেশ্য বেড় হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। পুলিশ ও সেনাবাহিনী ঐ ব্যাগ থেকে ২ রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। পরে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available