নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদরের ব্যবসায়িদের দোকানপাট ভেঙে রাস্তা না করার দাবিতে লাগাতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন স্থানীয় ব্যবসায়িরা। গত এক সপ্তাহ যাবৎ এসব কর্মসূচি পালন করছেন তারা।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিয়ে নবীনগর উপজেলা ডাকবাংলোতে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সাথে দেখা করে ব্যবসায়িরা।
তারা জানান, সড়ক ও জনপদের নির্মাণাধীন আশুগঞ্জ টু নবীনগরের হাইওয়ের সড়কটি নির্মাণ বাস্তবায়ন হলে নবীনগর সদর বাজারের শত শত দোকানপাট ভাঙ্গা পরবে। এতে করে হাজারো মানুষের কর্মসংস্থান হারিয়ে নানান ভোগান্তির শিকার হবে।
স্থানীয় ব্যবসায়ীরা আরও জানান, ঐতিহ্যবাহী নবীনগর পৌর সদর বাজারে হাজার হাজার মানুষ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। ছোট্ট এই বাজারটির বুক চিরে সড়ক নির্মাণ হলে শত শত দোকান পাট ভাঙ্গা পড়বে। এতে করে কর্মহীন হয়ে পরবে এলাকার হাজার হাজার মানুষ। এই সড়কটি বাজারের পশ্চিম দিকের বিল দিয়ে নির্মাণ করা হলে তাতে করে শহরের আয়তনও বাড়বে।
এ বিষয়ে তারা আমাদের এমপি ফয়জুর রহমান বাদলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল স্থানীয় ব্যবসায়ীদের দাবি শুনে সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ-নবীনগর সড়কটি নির্মাণের রোড ম্যাপ অনেক আগেই তৈরি হয়ে আছে। আমি ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলব।
উল্লেখ্য, আশুগঞ্জ টু নবীনগর সড়কের ব্যয় ৪২১ কোটি ৯৭ লক্ষ টাকা ধরা হয়েছে। ইতোমধ্যে অনেকাংশের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুতই সম্পন্ন হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available