রংপুর ব্যুরো: গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ২ হাজার ৬৭ বোতল ফেন্সিডিল এবং সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩। এছাড়াও ঠাকুরগাঁওয়ে মোবাইল কোটের মাধ্যমে ৬ জন রেল টিকেট কালোবাজারিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে রংপুর র্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এ জানান।
আরাফাত ইসলাম বলেন, লালমনিরহাট আদিতমারি বুড়িমারি রংপুর মহা সড়কের মাঝামঝি র্যাবের চেকপোষ্ট চলাকালিন সন্দেহের ভিক্তিতে একটি ট্রাক জব্দ করে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। পরে ঠাকুরগাাঁও রেল স্টেশনে মোবাইল কোট পরিচালনা করে ৬ জন টিকেট কালোবাজারিকে আটক করে র্যাব।
তিনি বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে লালমনিহাট জেলার কালিগঞ্জ থানায় ৩টি মাদক মামলা রুজু করেছে র্যাব-১৩। আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available