শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা, নোংরা পরিবেশসহ ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়ায় সখিপুর ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। পাশাপাশি বন্ধ করে দেয়া হয় ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য সংক্রান্ত সকল কার্যক্রম।
৮ ফ্রেবুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার সখিপুর থানার সখিপুর বাজারে অবস্থিত ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সখিপুর বাজারে অবস্থিত সখিপুর ডায়াগনস্টিক সেন্টারে গেলে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র দেখাতে বললে ওই প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান দ্রুত পালিয়ে যান। পরে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চাবি হস্তান্তর করা হয়েছে।
অভিযানে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাসুম বিল্লাহ ও ডা. সাইমুন আলম আরমানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available