পাবনা প্রতিনিধ: পাবনা সড়ক ও মহাসড়কে সবজিসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ৬ চাঁদাবাজকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় চাঁদাবাজির টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ বিষয়ে পাবনা র্যাব কার্যালয়ে প্রেস কনফারেন্স করেন র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। এ সময় তিনি জানান, র্যাব-১২ এর আভিযানিক দল পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা জেলা বাস টার্মিনাল এবং আটঘরিয়া বাজারস্থ আটঘরিয়া এলএসডি খাদ্য গোডাউনের সামনে টেবুনিয়া থেকে চাটমহরগামী পাকা রাস্তার উপর থেকে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মো. সুমন মিয়া, মো. জালাল মোল্লা, রাকিবুল হাসান রাব্বি, মো. খোকন মিয়া, মো. সোহেল রানা, মো. শাকিলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদা আদায়ের নগদ ৪,৪৩০ টাকা, ৪টি মোবাইল এবং ৬টি চাঁদা আদায়ের রশিদ বই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available