খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় মহিষ ও পাঠা বলীর মধ্যে দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী কালীপূজা ও গ্রামীণ মেলা। প্রায় ৬শ’ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে সনাতন ধর্মাবলম্বিদের এ উৎসব । প্রতিবছর মাঘের আমাবস্যা তীথিতে এই পূজার আয়োজন করা হয়।
৯ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত মধ্যে রাতে উপজেলা সদর দিয়ে প্রবাহিত গড়াই নদীর পূর্ব তীর ঘেঁষে বার্ষিক কালীপূজা ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা শুরু হবে। আজ শুরু হয়ে প্রতিবারের মতো এবারও এই মেলা চলবে আগামী ১৫ দিন।
ইতোমধ্যেই দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে উৎসব অঙ্গন। মেলাকে ঘিরে বাধ ভাঙা উৎসব-উচ্ছ্বাসে মেতেছে এই জনপদের মানুষ।
কালীপূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে গ্রামীণ মেলায়, সার্কাস, মনিহারি পণ্য, শাখা, সিঁদুর ও বিভিন্ন পূজার তৈজসপত্রসহ হরেক রকমের স্টলের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।
পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য মন্দির ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। মেলায় দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available