• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫০:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫০:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মায়ের হাত ছেড়ে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশু মাহমুদ

৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২৯:৩৩

মায়ের হাত ছেড়ে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশু মাহমুদ

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: ১০ বছর বয়সী শিশু মাহমুদা তার মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী পৌর এলাকার সরকার পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর আঞ্চলিক মহাসড়কে শিশু মাহমুদ (১০) মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাইন মন্ডল ইন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশু মাহমুদের মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত লোকজন চালককে আটক করে ঘাতক ট্রাকটি ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেইসাথে ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় সেখানকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩