• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরে বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব ২টি পরিবার

৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯:৪৮

শরীয়তপুরে বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব ২টি পরিবার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বৈদ্যুতিক শর্টসার্কিকেটের আগুনে দুটি হতদরিদ্র পরিবারের বসত ঘরের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

৯ ফ্রেবুয়ারি শুক্রবার সকাল ১১টায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের দিনমজুর নান্টু শিকারী (৮০) ও খোকন শিকারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সর্বস্বান্ত অসহায় পরিবারটির আর্তনাদে পুরো এলাকা শোকে স্তব্ধ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দিনমজুর খোকন শিকারী বলেন, ৩ শতাংশ জায়গায় শুধু একটিমাত্র ৩২ হাত ঘর ছিল। আমার স্ত্রী, দুই সন্তান ও শারীরিক প্রতিবন্ধী বাবাকে নিয়ে থাকি। ঘরে ফ্রিজ, টেলিভিশন, স্বর্ণালংকার, জমির দলিলপত্র, আইডিকার্ড, পোষাক, লেপকাথা, শরিষাসহ দুই পরিবারের মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের নগদ এক লাখ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের পরণের কাপড় ছাড়া আর কিছুই রইলো না।  

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে গ্রামবাসী কাপড়, চাল ও থালা বাসন সংগ্রহ করে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার বলেন, আগুনে পুড়ে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। পরিবারটিকে বাঁচাতে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আমির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা মিলে ঘন্টা খানেক সময় ধরে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে পরিবারগুলোর প্রায় নগদ অর্থসহ বিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০