নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাসুর মানিক মিয়ার ধারালো বটির কোপে সাবিনা (৩৫) নামের এক নারীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাবিনা ওই এলাকার ওমর মিয়ার স্ত্রী। আহত অন্য দুজন হলেন ওমর মিয়ার বোন চাঁদনী ও ইতি। আহত সাবিনা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মানিক মিয়া (৪০) ও তার ছোট ভাই সুমন মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া ও সুমন মিয়ার সঙ্গে ওমর মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বলেন, ‘জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল৷শুক্রবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে কোপ দিয়ে সাবিনার হাতের কব্জি বিচ্ছিন্ন করে তার ভাসুর মানিক মিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করি।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available