• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনবাগে মাটি পরিবহন নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, মানববন্ধন

১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৭:২৪

সেনবাগে মাটি পরিবহন নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, মানববন্ধন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মাটির ট্রাক্টর পরিবহনের ঘটনার জেরে সন্ত্রাসী হামলায় প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতের মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কাবিলপুরের সর্বস্তরের জনগণ।

৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ছমির মুন্সিরহাট-কাবিলপুর-সেনবাগ সড়কের শরিয়ত উল্লার দোকান নামক স্থানে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

কাবিলপুর ইউনাইটেড ইয়াং সোসাইটি ও কাবিলপুর একতা  সমাজ সংঘের যৌথ উদ্যোগে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহতের পিতা সাজু মিয়া, বড়ভাই দিদারুল আলম, কাবিলপুর ইউনাইটেড ইয়াং সোসাইটির সভাপতি ফিরোজ আলম, সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, একতা সমাজ সংঘের সাধারণ সম্পাদক জিয়া উল হক শাকিল প্রমুখ।

জানা গেছে, উপজেলার কাবিলপুর ইউপির পূর্ব কাবিলপুর গ্রামের তফাদার বাড়ির জহিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও আজিজুল হকের জমির ওপর দিয়ে একই গ্রামের আবদুর হাকিম মাস্টার বাড়ির রবিউল আলম ছোটন মাটি ভর্তি ট্রাক্টর পরিবহন করছিলো। এই নিয়ে জাহিদুল ইসলাম ও আজিজুল হক ছোটনকে ট্রাক্টরে করে জামিনের ওপর দিয়ে মাটি পরিবহনে বাধা দেয়। এই নিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দুইজনের কাথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জহিরুল, জাহিদুল ইসলাম ও আজিজুল হক ছোটনকে চুরিকাঘাত করলে তার মাথা থেকে মুখ পর্যন্ত কেটে যায়।

এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করে।

তবে এ ঘটনার সঙ্গে জহিরুল ইসলাম ও জাহিদুল ইসলাম জড়িত নয় বলে জানান তারা। যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫