• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যশোরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

১০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৪৬:৫৩

যশোরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে নিখোঁজ হওয়ার একদিন পর মহাসিন (৪২) নামের এক যুবকের আগুনে পোড়া বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মহাসিন নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহাসিন সুদের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে মরদেহ ফতেপুরে ফেলে রেখে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন মহাসিন।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এস আই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে ট্রিপল ৯৯৯ খবর পাই একটি মরদেহ পড়ে আছে। মরদেহের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তিকে এখানে এনে তার গলা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আলামত নষ্ট করার জন্য মরদেহ মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানিয়েছেন, সকালে ফতেপুর আদর্শপাড়ার একটি মসজিদের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের ফিঙ্গার প্রিন্ট যাচাই বাঁছাই করে পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, নিহতের স্বজনরা থানায় রয়েছে। এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫