মৌলভীবাজার প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের শাহাজান রোডে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাড়িতে শিশু গৃহকর্মী প্রীতি ওরাং (১৫) এর মৃত্যু হয়। গৃহকর্মীর এই রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে নগরীর নাগরিক সমাজ।
১০ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা শহরের চৌমোহনা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কবি সুনীল শৈশব সমাবেশের সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন নাট্যকার আব্দুল মতিন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দেশে বিত্তবানদের অপরাধ লুকিয়ে রাখার সংস্কৃতি চলছে। সরকার কথায় কথায় শিশু শ্রম নির্মূলের প্রতিশ্রুতি দিলেও, তার জন্য যে অবকাঠামোগত সংস্কার দরকার, তা করতে ব্যর্থ হয়েছে।
বক্তারা আরও বলেন, চা শ্রমিকদের কোন আর্থিক নিরাপত্তা না দিয়ে, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা না করে শিশু শ্রম নির্মূল করা অসম্ভব। অবিলম্বে প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে।
তদন্তকালীন সময়ে প্রীতির পরিবার যাতে প্রভাবশালী গোষ্ঠীর চাপের মুখে না পরে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রীতির পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available