নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধারাই জাতির সূর্য সন্তান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে রক্ষা করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই দেশের কৃষক শ্রমিকসহ মেহনতি মানুষ। তাই বাংলার এই সূর্য সন্তানদের আমাদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।
৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টায় ঢাকার নবাবগঞ্জের কাশিমপুর- জালালপুর- বাগমারা অগ্রণী সংঘ আয়োজিত, ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পনিরুজ্জামান তরুন বলেন, ‘খেলাধুলা সব সময় ভালো পথ দেখায়। যুবকরা মাদক ছেড়ে খেলাধুলায় উৎসাহিত করার বিকল্প নেই। প্রতিটি পাড়া-মহল্লায় এভাবে খেলাধুলার আয়োজন করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
আব্দুল লতিফ মৃধা মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাবির হোসেন খান পাভেল, বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বক্কর সিদ্দিকী, আ’লীগ নেতা- সুবেদুজ্জামান সুবেদ, মীর আরিফ, নাহিদুল আলম নাদিম, আব্দুল সালাম মৃধা, শহিদুল ইসলাম শহিদ, শামিমূল আহদ রনক প্রমুখ। এর আগে খেলা উদ্বোধন করেন কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ‘কাশিমপুর- জালালপুর- বাগমারা অগ্রণী সংঘের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ খোকন। খেলা শেষে বিজয়ী দলকে ও রানার্সআপ দলকে পুরস্কার দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available