বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনায় এনসিটিএফ'র সদস্যদের নিয়ে শিশু অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য, সুরক্ষা ও নেতৃত্ব বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় আরডিএফ ট্রেনিং সেন্টারে সিবিডিপি ওয়াই মুভস প্রজেক্টের এ কর্মশালার আয়োজন করে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেতাগী, আমতলী, নয়াটোলা ইউনিয়ন ও বামনা উপজেলা এনসিটিএফের ৩০ জন সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালর উদ্বোধন করা হয়।
বেতাগী উপজেলা এনসিটিএফের সভাপতি মো. আরিফুল ইসলাম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) চন্দন কর।
সিবিডিপি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, সিবিডিপি নির্বাহী কমিটির সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতার পরিচালক মনির হোসেন কামাল প্রমুখ।
প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াই-মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. আবু ইউসুফ সাঈদ। কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বরগুনা জেলার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available