নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সমাজসেবা অফিসে চাকুরির নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার মধ্যরাত উপজেলার ভানদারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫। রোববার সকাল ৮টায় র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেফতাররা হলেন- বদলগাছী থানার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক(২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার নীচা বাজার (ফকিরপাড়া) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন(৬০) এবং পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার(৫৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল হক সমাজসেবা অফিসের পিয়ন হিসেবে অবসরে গেছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি চাকরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের বিশ্বাস স্থাপন করেন। এতে তার সহযোগী জামাল উদ্দিন ও সালাম সরদারকে নিয়ে একটি প্রতারক সিন্ডিকেট গড়ে তোলেন। গত ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছিলেন প্রতারণার মুলহোতা নাজমুল হক। চাকরি দেওয়ার নামে মিথ্যা আশ্বাসে সমাজসেবা অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। জামাল উদ্দিন ও সালাম সরদার তার সহকারি হিসেবে কাজ করেন এবং জাল দলিল তৈরি ও টাকা আদায়ের দায়িত্বে ছিলো তারা।
তিনি বলেন, গত ২০২২ সালে চাকরি দেওয়ার জন্য প্রতারক নাজমুল হক ভুক্তভোগী শহিদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র নিয়ে আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে শহিদুল ইসলাম ভুয়া নিয়োগপত্রের বিষয়টি বুঝতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃত্বে বদলগাছী থানার ভানদারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জাল কাগজপত্র উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available