শেরপুর প্রতিনিধি: শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪- এর ভেন্যুর খেলা শুরু হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম। এসময় জেলা প্রশাসক খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, জি কে পাইলট উচ্চ বিদ্যালয়, আইডিয়াল প্রিপ্রারেটরী অ্যান্ড হাই স্কুল, নবারুণ পাবলিক স্কুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এ সময় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুরের অ্যাথলেট জহির রায়হান, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, অংশগ্রহণকারী স্কুল গুলোর ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available