রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় নারী ও আত্মকর্মসংস্থানের জন্য জীবন মান উন্নয়নের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজিউদ্দিন আহম্মেদ রাজু অডিটরিয়ামে নরসিংদী জেলা পরিষদের আয়োজনে উপজেলার ৭৫ জন নারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ৭ বারের নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানম, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফারুব হোসেন আলী, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আল আমিন ভূইয়া মাসুদ, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মেজবাহ উদ্দিন মিতুল, চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকারসহ আরও অনেকে।
পরে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available