মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে ফসলি জমির মাটি কাটায় একজনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স ও রুট পারমিট ব্যতীত গাড়ি চালানোর অপরাধে দুইজন রাব্বি হাসান ও সাদ্দাম হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে উপজেলার কলিয়া ইউনিয়নের পাচকলিয়ায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন। অভিযানে তাকে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ, আনসার, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা।
বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ভেকু মালিক বিলকালিদহ গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, কলিয়া গ্রামের বাসিন্দা রাব্বি হাসান ও আগ কলিয়া এলাকার সাদ্দাম হোসেন।
এসময় সহকারী কমিশনার ফয়েজ উদ্দিন এশিয়ান টিভিকে বলেন, বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নিচ্ছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, উপজেলায় মাটি-বালু-ভরাট বিকিকিনির একটি প্রভাবশালী দালাল চক্র আছে। এরা কৃষকদের ফুসলিয়ে একটু বেশি দামের লোভ দেখিয়ে ফসলি জমির মাটি বিক্রিতে উৎসাহীত করছেন। এখন থেকে জনস্বার্থে এদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গত রোববার দুপুর থেকে অভিযান পরিচালনা করে মাটি, বালু উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে ৪ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available