• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হল শিক্ষার্থীরা’

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:১৬:৪৪

‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হল শিক্ষার্থীরা’

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, মেধার গুণে বঙ্গবন্ধু যেমন টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির জনক হয়েছেন। ঠিক তেমনি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হল শিক্ষার্থীরা। মেধাবী হতে হবে শিক্ষার্থীদের। ঘুষ, অন্যের টাকা আত্মসাৎ করে অর্থবান হওয়া যায় কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত পক্ষে জ্ঞানই মানুষকে ধনী করে। তাই সমাজ পাল্টাতে এবং উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই।

১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আবদুর রউফ মাস্টার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য।

বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খালেদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার কামাল চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি এম মুজিবুল ইসলাম সরফী, শামসুল ইসলাম, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী ‍ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ইসকান্দর মিয়া তালুকদার, আবুল ফজল, জাহাঙ্গীর সেলিম, এনায়েতুর রহিম, আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য দিদার আলম, মো. সেলিম, সাহেদুর রহমান, মোহাম্মদ হাছান, জান্নাতুল আদন, শিক্ষক সদস্য এম কপিল উদ্দিন আহমেদ, মো. কামরুল হাছান, আমেনা বেগম প্রমুখ।

শেষে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫