সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ছিলমানের পাড়া গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্মাণ করা ১৮৪টি বসতঘর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি সাবার সাথে কথা বলেন ও নানা সমস্যার কথা শোনেন এবং তা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুলসহ আরও অনেকে। এর আগে, উপজেলা অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available