• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁ-২ স্থগিত আসনে জয় পেলেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৪১:৪৭

নওগাঁ-২ স্থগিত আসনে জয় পেলেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান

নওগাঁ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ ( পত্নীতলা ও ধামইরহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার জয়ী হয়েছেন। 

১২ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পত্নীতলা-ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে জয়ের মুখ দেখা শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।

এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ১ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে ১২৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তারপর শুরু হয় ভোট গননা।

এই আসনের মোট ভোটার ছিলে ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯জন। ভোট পড়েছে ৫৭ দশমিক ১১ শতাংশ।

উল্লেখ্য- গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি)। এরপর নতুন করে আজ সোমবার আবারো নির্বাচনের তারিখ ঘোষনা করলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫