বেড়া (পাবনা) প্রতিনিধি: চলন্ত বাসে পুলিশের মারপিটে ২ জন মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহত সবাই ঢাকা সরোয়ার্দী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। খোঁজ নিয়ে জানা যায়, আহত ওই চার যাত্রীর বাড়ি পাবনা আমিনপুর থানা এলাকায়।
১১ ফেব্রুয়ারি রবিবার ভোর রাতে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলা স্টার নামক একটি দূরপাল্লা বাসে ঘটনাটি ঘটে ।
এর আগে শনিবার রাত ১১টার দিকে পাবনা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। রাত পৌনে ১২টার দিকে ওই বাসে কাশিনাথপুর কাউন্টার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ২ জন মহিলা এবং দুইজন পুরুষ যাত্রী ওঠে। এ সময় বাসের সিটে বসাকে কেন্দ্র করে কাশিনাথপুর থেকে ওঠা চার যাত্রী এবং পাশের সিটে বসা পাবনা শহর থেকে ওঠা তিন যাত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি বাসের ভিতরে থাকা অন্যান্য সাধারণ যাত্রীরা সুরহা করার চেষ্টা করলে শহর থেকে ওঠা যাত্রীরা আরও বেপরোয়া হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এক পর্যায়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে শহর থেকে ওঠা যাত্রীগুলো টাঙ্গাইলে নামার আগেই মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে অস্ত্রধারী ১০, ১৫ জন লোক রাস্তায় দার করিয়ে রাখে। নির্ধারিত স্থানে বাসটি পৌঁছা মাত্রই বাসের ড্রাইভারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কাশিনাথপুর থেকে ওঠা ওই চার যাত্রীকে বেধরক মারধর করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত নেমে যায়।
পরবর্তীতে টিকেটে থাকা ফোন নাম্বারের সূত্র ধরে খোজ নিয়ে জানা যায়, মারপিট করা শহর থেকে ওঠা ওই যাত্রীদের মধ্যে একজন পাবনা সদর থানায় কর্মরত এস আই মেহেদী হাসান। সে ছুটিতে ওই বাসে বাড়িতে যাচ্ছিল এবং অপর আরেকজন পাবনা কোর্টের শিক্ষানবিশ মোহরি মীর মুসা।
বাসের যাত্রীরা বলছেন, দু-একজন পুলিশের এমন অসভ্য আচরণে পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের উপযুক্ত বিচার দাবি করছেন মারপিটের শিকার হওয়া ওই যাত্রীরা।
এদিকে এই ঘটনায় পাবনা পুলিশের এডিশনাল এসপি মাসুদ আলমের সাথে মুঠোফোনে কথা বলতে গেলে তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণ হলে ওই পুলিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available