টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: বাহারি রঙয়ের ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষক মো. আশরাফুল ইসলাম। ২য় বারের মতো রঙিন ফুলকপি চাষ করে সফলও হয়েছেন তিনি। এলাকায় সাড়াও পড়েছে ব্যাপক। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন তার আবাদ করা ফুলকপি দেখতে। খেতে সুস্বাদু ও পুষ্টি গুণসম্পন্ন হওয়ায় এর চাহিদাও রয়েছে অনেক। অন্য ফুলকপির চেয়ে এর দাম বেশি হওয়ায় চাষিরাও আগ্রহ দেখাচ্ছেন এ ফুলকপি চাষে। এদিকে, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ।
কৃষক আশরাফুল ইসলাম জানান, কৃষি বিভাগের ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকর প্রকল্পের’ আওতায় এবার তিনি ১ একক জমিতে আবাদ করেছেন রঙিন ফুলকপি। চারা রোপণের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে জমিতে পূর্ণাঙ্গভাবে ফসল কর্তনের উপযোগী হয়। ২য় বারের মতো রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন তিনি।
এদিকে, রঙিন ফুলকপির সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকে বিকেল পর্যন্ত লোকজন ছুটে আসছেন তার আবাদ করা ফুলকপি দেখতে। অনেকেই আবার ছবি তুলছেন ফুলকপির সাথে। বাজারে প্রতিটি কপি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। রঙিন এ ফুলকপিতে যথেষ্ট পরিমাণ অ্যান্থোসায়ানিন আছে, যা শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া খেতে সুস্বাদু ও পুষ্টি গুণসম্পন্ন হওয়ায় এর চাহিদাও রয়েছে অনেক। সাধারণ ফুলকপির চেয়ে এর দাম বেশি হওয়ায় অন্যান্য চাষিরাও আগ্রহ দেখাচ্ছেন এ ফুলকপি চাষে।
পাইকাররা জমি থেকেই রঙিন ফুলকপি কিনে নিয়ে যাচ্ছেন। তারা জানান, অন্যজাতের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির চাহিদা রয়েছে প্রচুর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available