• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিরাজগঞ্জে ৪ মণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৮:৫৩

সিরাজগঞ্জে ৪ মণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ মণ (১৬০ কেজি) গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।  

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান চালায় পুলিশের বিশেষ আভিযানিক দল।

গ্রেফতার মাদক কারবারিরা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়া কালিবাড়ী গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. আতিকুল ইসলাম (৪০), নারায়নগঞ্জ জেলা সদরের সৈয়দপুর টানবাজার রেলীাবাগান এলাকার মো. আক্কাস মিয়ার ছেলে মো. অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা পূর্বপাড়া গ্রামের মো. ফজল শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৬) ও কামারখন্দ উপজেলার কর্ণসূতী গ্রামের মৃত মাজেম আলী শেখে ছেলে মো. আব্দুল লতিফ শেখ (৫১)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলহাজ উদ্দীন জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডলের তথ্য ও দিক নির্দেশনায় ১২ ফেব্রুয়ারি সোমবার গভীর রাত থেকে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। ভোর ৩টা ২০ মিনিটে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ব্যাক বডি থেকে ১৬০ কেজি (৪ মণ) গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাকে থাকা ৪ মাদক কারবারিকে।

ডিবি ওসি জুলহাজ উদ্দীন আরও বলেন, গ্রেফতার আতিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলাসহ ৮টি ও মো. আব্দুল লতিফ শেখের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০