বাগেরহাট প্রতিনিধি: নানান আয়োজনে বিশ্ব সুন্দরবন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। উদযাপন অনুষ্ঠানে সুন্দরবন ব্যবস্থাপনায় বনজীবীদের স্বক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান বক্তারা।
১২ ফেব্রুয়ারি সোমবার বিকালে সুন্দরবনের পূর্ব ঢাংমারিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে সুন্দরবন দিবস-২০২৪ উপলক্ষে বনজীবি সমাবেশে বক্তারা একথা বলেন।
সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী, পশুর রিভার ওয়াটার পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে বনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দিন আহমেদ।
বনজীবি সমাবেশে প্রধান বক্তা ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রিয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক, উপকূল ও সুন্দরবন রক্ষা আন্দোলনের সমন্বয়কারী সাংবাদিক নেতা নিখিলি ভদ্র, ঢাংমারি ফরেস্ট অফিসের ষ্টেশন কর্মকর্তা মহসিন আলী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বাগেরহাটের নেতা সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক নেত্রী শাকিলা পারভীন রুমা, পরিবেশকর্মী সাংবাদিক নেতা মেজবাহ উদ্দিন মান্নু, শরণখোলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন লিটন, পরিবেশকর্মী সাংবাদিক কৌশিক দে বাপী, সাংবাদিক নেতা হেদায়েত হোসেন, বানীশান্তা কৃষিজমি রক্ষা আন্দোলনের নেতা সত্যজিৎ গাইন, কৃষক নেতা হিরন্ময় রায়, পরিবেশকর্মী সাংবাদিক আহসান টিটু, এম এ সবুর রানা, শফিকুল ইসলাম খোকন, আরিফুর রহমান, নদীকর্মী হাছিব সরদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ফুঁসফুস সুন্দরবন রক্ষায় আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। বনজীবিরাই সুন্দরবনের সবথেকে আপনজন। কাজেই সুন্দরবন রক্ষায় বনজীবিদের যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধান বক্তা শরীফ জামিল বলেন দূষণ এবং দখলের কবল থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। জলবায়ু বিপর্যয়ের অভিঘাতেও সুন্দরবন আজ আক্রান্ত। সুন্দরবন আমাদের মায়ের মতো। মা’কে বাঁচাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, শিল্পদূষণ, দখল, বিষ প্রয়োগের মাছ নিধন, নির্বিচারে বৃক্ষ নিধন, বন্যপ্রাণী হত্যা বন্ধসহ সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিল করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available