মানিকগঞ্জ প্রতিনিধি: আনন্দমুখর পরিবেশে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শাহরিয়ার রহমান।
ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সহিদুর রহমান বলেন, কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই খেলাধুলাসহ বিভিন্ন প্রোগ্রাম অত্যন্ত সুনামের সহিত অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া শিক্ষার মান ও পরিবেশ ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে কলেজে ২ হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- কলেজের দাতা সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক মশিউর রহমান, হিতৈষী সদস্য হাবিবুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
এ বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের জন্য ১৯টি ইভেন্ট এবং শিক্ষক, কর্মচারি ও অতিথিদের জন্য ৩টি ইভেন্ট প্রতিযোগিতা হয়। প্রত্যেক ইভেন্টে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available