রংপুর ব্যুরো: নীলফামারী জেলার জলঢাকা থানায় অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
১২ ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে জলঢাকা থানার ডিউটি অফিসার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নীলফামারী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানায় পুলিশ সুপার মো. গোলাম সবুরের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জলঢাকা পৌরসভা বাসস্ট্যান্ডের ডাঙ্গাপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ অফিসার মো. মুক্তারুল আলম । ১২ ফেব্রুয়ারি সোমবার রাত ১০টায় ডোমার উপজেলার চিকনমাটি কমিশনার পাড়া থেকে ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ (একশ পয়ত্রিশ) বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশের আভিযানিক দল।
আটকরা হলেন, আতিয়ার রহমানের ছেলে আসামি মো. ইসমাইল হোসেন বাবু (২৪) ও জলঢাকা উপজেলার ডাওয়াপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে আসামি মো. মুন্না ইসলাম (২২)।
আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available