রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী এ মিলনমেলা উপজেলার রাবার বাগান বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। এতে বিশিষ্টজন ছাড়াও রামু প্রেসক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিলনমেলায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, রামু উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে পরিচ্ছন্ন সাংবাদিকতায় রামু প্রেসক্লাবের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধরনের পারিবারিক মিলনমেলা সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে। তিনি রামু প্রেসক্লাবের উন্নয়ন অগ্রযাত্রায় সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
মিলনমেলা উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রামু প্রেস ক্লাবের সদস্য, সদস্যদের স্ত্রী ও সন্তানরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন আবুল কাশেম, মিজানুল হক, সোয়েব সাঈদ ও আবুল কাশেম সাগর। দুপুরে অতিথি ও প্রেসক্লাব পরিবার মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে অংশ নেন রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া (দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ (দৈনিক আমাদের সময়, দৈনিক কক্সবাজার), সহ-সভাপতি এসএম জাফর (দৈনিক রুপালী সৈকত), এম আবদুল্লাহ আল মামুন (দৈনিক ইনকিলাব), খালেদ হোসেন টাপু (দৈনিক বাঁকখালী), যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো (দৈনিক মানবজমিন, আজকের দেশবিদেশ), সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম (সিবিএন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (কক্সবাজার প্রতিদিন, সকালের সময়), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (দৈনিক সাঙ্গু, হিমছড়ি), দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম (দৈনিক যুগান্তর, দৈনিক কক্সবাজার বার্তা), সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম (আজকের দেশবিদেশ), প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (নুর নিউজ), সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর (টিটিএন, কক্সবাজার প্রতিদিন), কার্যকরী সদস্য খালেদ শহীদ (দৈনিক সমকাল, রুপসীগ্রাম), জহির উদ্দিন খন্দকার (দৈনিক কক্সবাজার), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (দৈনিক দিনকাল), কফিল উদ্দিন (দৈনিক খোলা কাগজ, কক্সবাজার বার্তা), সদস্য প্রসূন বড়ুয়া (নবান্ন টিভি), আহমদ ছৈয়দ ফরমান (দৈনিক হিমছড়ি), হামিদুল হক (দৈনিক আজকের দেশবিদেশ), এসএম হুমায়ন কবির (দৈনিক জনতা, ডেইলী মর্ণিং গ্লোরী), শিপ্ত বড়ুয়া (আজকের পত্রিকা, টিটিএন), মো. সাইদুজ্জামান (দৈনিক দৈনন্দিন), এমএইচ আরমান (দৈনিক মেহেদী), নুরুল হক সিকদার (এশিয়ান টিভি), সুজন চক্রবর্তী (দৈনিক কক্সবাজারর ৭১), মো. আবদুল্লাহ (রামু খবর ২৪), প্রকাশ সিকদার, মিজানুল হক প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available