নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ‘চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২৪’ জেলা বাছাই পর্ব খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে বিজয়ীরা বিভাগীয় টিমে খেলার সুযোগ পাবে।
১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলার মাইজদী পুলিশ লাইন মাঠে এর উদ্বোধন করেন নোয়াখালী পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ পারভেজ, নোয়াখালী জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া।
এছাড়াও, সুধারাম থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, চরজব্বার ওসি রফিকুল ইসলাম, হাতিয়া থানার জিসান আহম্মদ, কবিরহাট হুমায়ন কবির, চাটখিলের এমদাদুল হকসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
আজকের অনুষ্ঠিত খেলায় জেলার বিভিন্ন থানার মোট ৮টি দল অংশগ্রহণ করেন। এতে কোম্পানিগঞ্জ থানা অনুপস্থিত রয়েছে। পরবরর্তীতে এখানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইপর্বে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা।
ফাইনাল খেলায় চট্টগ্রাম রেঞ্জের মোট ১২টি জেলা একযোগে খেলায় অংশগ্রহণ করবে। নোয়াখালী জেলা পুলিশ টুর্নামেন্ট এ খেলার আয়োজন করেন। জেলার ফাইনাল খেলা আগামীকাল একই মাঠে অনু্ষ্ঠিত হবে বলেও জানায় আয়োজক কমিটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available