শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম প্রশস্ত বনভূমি এটি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
ভালোবাসা দিবসে ভালোবাসুন সুন্দরবনকে। সেই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করুন। এ লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।
এই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন বাঁচাও, বাংলাদেশ বাঁচাও এই প্রতিপাদ্যে সিডিও ইয়ুথ টিম, পিপীলিকা ইয়ুথ টিম, আটুলিয়া ইয়ুথ টিম, স্বরুপ ইয়ুথ টিম ও কোস্টাল নেটওয়ার্কের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে সুন্দরবন সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি করেন তারা।
একশান এইডের কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সদস্য মুনতাকিমুল ইসলাম রুহানি, পিপীলিকা ইয়ুথ টিমের সভাপতি হুরাইরা, মেহেদী মারুফ, আনিছুর রহমান মিলন, জামাল বাদশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সুন্দরবন একের পর এক প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবর্তী এ এলাকার মানুষকে রক্ষায় নিজেকে বিলিয়ে দিচ্ছে। কিন্তু সুন্দরবন নিজেই ভাল নেই। প্রতিনিয়ত জীব-প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে সুন্দরবনকে উজাড় করা হচ্ছে। অস্তিত্ব সংকটে পড়া সুন্দরবনকে রক্ষায় তাই সরকারিভাবে নানাবিধ উদ্যোগ গ্রহণের পাশাপাশি ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করতে হবে।
বিশ্ব ভালোবাসা দিবসের আড়ালে ঢাকা পড়ে যায় দিনটি। এরপরও সুন্দরবনের প্রতি ভালোবাসা আর মমতা সৃষ্টিতে ১৪ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হয় সুন্দরবন দিবস। প্রাণবৈচিত্র্যে ভরপুর এই বনাঞ্চল লাখো মানুষের জীবিকার সংস্থান করে চলেছে। ঝড়-ঝঞ্ঝায় এখনও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে বাঁচাতে সুন্দরবনের ভূমিকা যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। তবে পরিবেশবাদীদের অভিযোগ, বনের প্রতি অতিনির্ভরতা এবং মানুষের নির্বিচার আচরণে দিন দিন বিপন্ন হচ্ছে এর পরিবেশ পরিস্থিতি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available