সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার ও সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় তাদের কাছে থাকা ৫৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাবের আভিযানিক দল।
১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদক উদ্ধার ও কারবারিদের আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়। র্যাবের দুটি দল পৃথক অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থেকে দুইজন এবং ছাতক থেকে ছয় জনকে আটক করে।
র্যাব বলছে, বিয়ানীবাজারের জিরো পয়েন্টে একটি দল অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. মুরাদ মিয়া, শাকিল আহমেদ জয় এবং সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৩৭৫০ পিস ইয়াবাসহ ৬ জন পেশাদার মাদক কারবারিকে আটক করে।
আটক মাদক কারবারিরা হলো, রাকিব মিয়া, সূচক দাশ, মো. কাবিল হোসেন, মোফাজ্জল আহমেদ, মো. ইব্রাহিম ও জুবেল মিয়া।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সকল আইন প্রক্রিয়া শেষে আসামি ও অভিযানে জব্দ মাদক দ্রব্যের আলামতসহ সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available