ভান্ডরিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডরিয়ায় এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ ও প্রবেশ পত্র বিতরণ বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয়ের ২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত টাকার চেয়ে বিভিন্ন অজুহাতে ২ থেকে ৩ গুন বেশি টাকা আদায় করা হয়েছে।
২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রতি পত্র ফি, ব্যবহারিক ফি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি, মূল সনদ ফি এবং অন্যান্য সকল বিষয়সহ সর্ব সাকুল্যে প্রতি ছাত্র ১৮১৫ টাকা এবং প্রবেশ পত্র বাবদ ৪৯০ টাকাসহ মোট ২৩০৫ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক একেএম আমীনুল হক ২০২৪ সালের ৬১ জন এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে ৩৬০০ টাকা থেকে ৫২০০ টাকা পর্যন্ত আদায় করেছেন। এ ছাড়া ফরম পূরণের পরে ছাত্রদের কোচিং করানোর নাম করে ছাত্র প্রতি ১৫০০ টাকা বাধ্যতামূলক আদায় করলেও কোনো কোচিং করানো হয়নি বলে অভিযোগ করেন একাধিক অভিভাবক।
এদিকে, পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র ফি ও বিদায় অনুষ্ঠানের নাম করে প্রত্যেক ছাত্রদের কাছ থেকে আরো ১২০০ টাকা আদায় করা হচ্ছে মর্মে উপজেলা নির্বহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা। এ সকল অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন ঐ স্কুলের বর্তমান সভাপতি শাহানাজ পারভিন ও ইকড়ি ইউনিয়ন পরিষধের ৪ ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার ও মো. আনোয়ার হোসেন বাচ্চু।
ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক একেএম আমীনুল হক অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি অস্বিকার করেছেন।
এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা নির্বহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা বলেন, ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয়ের অনিয়ম নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available