• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উখিয়ায় আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাশিমসহ গ্রেফতার ৩

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১১:২৮

উখিয়ায় আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাশিমসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ ৩ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতাররা হলো, উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মো. নুরের ছেলে আবুল হাসিম (৩১), উখিয়ার ১২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী আহম্মদের ছেলে হোসেন জোহার প্রকাশ আলী জোহার (৩২) ও উখিয়ার ৬নং রোহিঙ্গা ক্যাম্পের নূর আলমের ছেলে মো. আলম প্রকাশ শায়ের মুছা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, কয়েকজন আরসা সদস্য কক্সবাজারের উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ওই স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২টি বিদেশি অস্ত্র, ১টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ পর্যন্ত সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেলের প্রধান, স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার, লজিস্টিক শাখার প্রধানসহ সর্বমোট ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সর্বমোট ৭টি বিদেশি পিস্তল, ৫২টি দেশীয় তৈরি অস্ত্র, ১৪০ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ) উদ্ধার করে র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫