বরিশাল ব্যুরো : বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ২১টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে বরিশাল জেলা পুলিশ।
১৩ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আইসিটি শাখা ও ডিবি পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
উদ্ধারকৃত ফোনগুলো মালিকের হাতে তুলে দেয়ার সময় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ সকল ফোনগুলো জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছে থেকে উদ্ধার করা হয়েছে। কারণ যারা ফোনগুলো চুরি করেছে তারা বিভিন্ন স্থানে বিক্রি করে দিয়েছে। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, তবে এ সকল চোরাই সিন্ডিকেট ধরতে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। অচিরেই এই চোরাই সিন্ডিকেট ধরা পড়বে। এজন্য সকলের সহযোগিতার কথা জানান পুলিশ সুপার।
হারানো ফোন স্যামসাং এ৭০ ফিরে পেয়ে জেলার গৌরনদী উপজেলার মোঃ কাওসার জমাদ্দার বলেন, কখনও ভাবিনি যে ফোনটা ফিরে পাবো। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভাল লাগছে। ফোনের চেয়েও ফোনের তথ্য, ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জরুরি। এজন্য বরিশাল জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ।
বাকেরগঞ্জে উপজেলার অসিম মিস্ত্রী তার হারানো ফোন রিয়েলমি সি২৫ ফিরে পেয়ে বলেন, হারানোর পর ফোন ফিরে পাওয়ার আসা ছেড়ে দিয়েছিলাম। তবে পুলিশের সহায়তায় প্রায় দুই মাস পর হারানো ফোন ফিরে পেয়ে খুব ভাল লাগছে। এজন্য বরিশাল জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।
হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ইকবাল হোসাইন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available